শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
অবাক চাঁদের আলোয়
অবাক চাঁদের আলোয় দেখো
ভেসে যায় আমাদের পৃথিবী
আড়াল হতে দেখেছি তোমার
নিষ্পাপ মুখখানি
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালবাসবো তোমায় ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে চোখের গভীরে
তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন হবেনা … ভালবাসবো তোমায় হাজার বছর এমনি করে আকাশের চাঁদটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু এই অসহায় আমি ভালবাসবো তোমাকে শুধু যে তোমাকে ভালবাসবো তোমাকে
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মণিকোঠায় আপন মনের আড়াল থেকে ভালবাসবো তোমায় ভালবাসবো তোমায়
তোমার চিরচেনা পথের ঐ সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাবো হারিয়ে চোখের গভীরে
তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে ডাকবেনা তুমি আমায় জানি কোনোদিন তবু প্রার্থনা তোমার জন্য হবেনা মলিন হবেনা … ভালবাসবো তোমায় হাজার বছর এমনি করে আকাশের চাঁদটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু এই অসহায় আমি ভালবাসবো তোমাকে শুধু যে তোমাকে ভালবাসবো তোমাকে
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
Recent
Weekly
-
এই যে। আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাচ করবেন না। : মানে, কি বুঝলাম না। : বুঝতে হবে না। আপনি আমাকে টাচ করবেন না। করলে কিন্তু আমি কা...
-
স্বামী স্ত্রীর ভালোবাসা - এই তমা তোমার নাকটা এত ভোতা কেন? - বিয়ের সময় দেখে করোনি? - দেখেই তো করেছি! - তাহলে আবার নাক নিয়ে কথা বলছ কেন...
-
নিকিতা ম্যাডাম আপনাকে ডেকেছে ! আমি চোখ তুলে পিয়নের দিকে তাকালাম । মনে হল যেন পিয়নের মুখটা একটু হাসি হাসি । নিকিতা ম্যাডামের ঘরে ডাক পড...
-
জীবনটা আসলেই সুসজ্জিত এক মটর গাড়ী, যেখানে সাওয়ারী করে আমি, আপনি, তুমি, সে ও তুই নাম ধারী কিছু যাত্রীরা। এই মটর গাড়ী এক অদ্ভুদ পীচ ঢালা প...
-
আসলে বড় হয়ে জন্ম নেওয়াটা নিজের উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার ইচ্ছা। তাই একে অপরাধ বলাটা ঠিক হবে না, তবে আমি বলতে চাই এটা অনেক...
-
নারায়ণগঞ্জ ...
-
ভার্সিটি যাওয়ার রাস্তায় বৃষ্টির কবলে পড়ে গেলাম। কোন রকমে দৌড়ে এসে একটা গাছ তলার নিচে দাঁড়ালাম। তবু হয়ত শেষ রক্ষা হলো না, বৃষ্টি বাড়ার সা...
-
প্রেমিকা জিজ্ঞেস করলো- আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে হয়ে গেলে কি করবে ? -ভুলে যাবো, ছেলেটা উত্তর দিলো। . ছেলেটার উত্তর শুনে মেয...










