কোথায় তুমি?
----এইতো আসতেছি,বৃষ্টিতে আটকা পড়ে
গেছি।
----বৃষ্টিতে আটকা পড়বা কেন?যাওয়ার সময়
না ছাতা
নিয়ে গেলে,ছাতা কই?
----না মানে ছাতাটা?
----কী বলো ছাতাটা কই?
----আমার কলিগ নীলা কে ছাতাটা দিয়ে
দিছি।
----ওহ,,,নিজের কলিগের জন্য দরোদ উতলিয়ে
উঠল বুঝি।
----না মানে,,সে একটা মেয়ে বৃষ্টিতে
কীভাবে
যাবে তাই একটু হেল্প করলাম।
----সরকার বুঝি সব অফিসের কলিগদের
সাহায্য করার
জন্য তোমাকে নিয়োগ দিছে।
----না,,মা,,,মা,,,,মানে,
----না মানে কী?তুমি আসবা কিভাবে
আমাকে
বলো?
----না,না,মা,,মা,,মানে।
----আসো আজ তুমি বাসায় তোমারে
দেখতেছি।
.
>কথাটা বলতে বলতে রূপা ফোনটা কেটে
দিলো।
>রূপা যখন প্রচুর রেগে আমার সাথে কথা
বলে
তখন আমি অটোমেটিক তোতলাতে থাকি।
মেয়েটা আমাকে ভীষন ভালবাসে।
তাই এতো শাসন করে আমাকে।
ভালবাসার মানুষের শাসন গুলো অনেক
মিষ্টি হয়।
তবে আজ যেভাবে রেগে গেছে তাতে
মনে হচ্ছে মিষ্টি ভালবাসা সব নিম
পাতার মত
তেতো হয়ে যাবে।
>কী যে আছে আজ কপালে বুঝতেছি না।
>বৃষ্টিও থামবে না মনে হচ্ছে,বৃষ্টিও আমার
সাথে
আজ হারামি শুরু করে দিল।
>এখন প্রায় ৬ টা বাজে।মেঘ যেভাবে
ঝিনাইদহ
শহরটাকে গ্রাস করেছে,তাতে মনে হচ্ছে
এখন রাত ৯ টা বাজে।
>আর বৃষ্টির মধ্যে গাড়ীও পাওয়া যায় না
তেমন।কি
আর করা বৃষ্টিতে ভিজেই যেতে হবে।
.
রাত ৯ টা,,,,,,,,
বাসায় এসে একধাপ হয়ে গেছে।এখন মনে
হচ্ছে আবার হবে,,
.
----এই একদম খুক, খুক,করবা না। (রূপা)
----আমি কী ইচ্ছা করে করছি নাকি কাশি
আসলে
কী করব।(আমি)
----মুখ আটকিয়ে রাখবা।
----তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবো।
----যা ইচ্ছা হোক,বৃষ্টিতে ভেজার সময় মনে
ছিল
না এই কথা।
---- না মানে কোনদিন তো এভাবে সর্দি
জ্বর
আসেনি,আজ হঠাৎ কী করে আসল বুঝতেছি
না।
----আজ তো বেহায়ার মত ভিজেছো তাই।
----বেহায়ার মত মানে?
.
----কেনো তোমার কলিগকে ছাতা দিয়ে
নিজে
দেবদাসের মত ভিজতে ভিজতে
এসেছো,যাও
এখন তার কাছ থেকে আদর খেয়ে এসো
বাসায়
পড়ে আছো কেন হুম?
----আমার এতো সুন্দর কিউটি বউ থাকতে
অন্যদের
কাছে যেতে মন চাইবে নাকি।
----না যাও?
----যাবো?তাইলে যায়।
----এই একদম মেরে ফেলবো কিন্তু।
----এই শুনো না মাথা একটু টিপে দিবা?
----না পারব না,ঢং করতে আসছে।আমার
হাতে কাজ
আছে।
----রূপা শোন?মুখ ঘুরিয়ে চলে গেল।
পাগলী বউ আমার।সব কিছুতেই আমার
বাড়াবাড়ি।
এই বাড়াবাড়িগুলোই সহ্য করে
এই মেয়েটা।
বললাম কপালটা একটু টিপে দিতে তা নয়
উনি
হিংসেয় জ্বলছে কলিগকে কেন ছাতা
দিয়েছি।পাগলী একটা বোঝেনা ও ছাড়া
আমি আর কাউকে ভাবতে পারি না।
.
>এই তো সেদিন রূপা কে নিয়ে ঝিনাইদহ
মৌসুমী
শপিংমলে গেলাম কিছু কেনাকাটা করতে,
ভেতরে
গিয়ে দেখি পাশে একটা সুন্দরী মেয়ে পা
থেকে মাথা পর্যন্ত কারেন্ট বয়ছে,সবাই
হা
করে তাকিয়ে আছে কিন্তু আমি ভদ্র
ছেলের
মত আড় চোখে দেখছি,কারন পাশে বউ
আছে,দেখলেই বারোটা বাজবে।
পিছনে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে
তাকালাম।
দেখেই তো আমার চোখ আকাশে, বউ
অগ্নিমূর্তি ধারন করে আমার দিকে
তাকিয়ে আছে।
বাসায় গিয়েই শুরু হলো,,,,
----কি ব্যাপার ঐ মেয়েটার দিকে ঐ ভাবে
কী
দেখছিলে। (রূপা)
----কই কাউকে তো দেখিনি। (আমি)
-----আমি ছোট মানুষ না যে কিছু বুঝি না,কই
আমাকে
তো কোনদিন ঐ ভাবে দেখোনি।
----কি যে বলো না তুমি,সেই বয়স কী আর
আছে।
----ওহ, ,এরই মধ্যে আমি পুরান হয়ে গেছি।
----ধ্যাত কী বলি আর কী বুঝে।
----হুম বুঝিনা,?যাও ঐ রসে ভরা মেয়ে
গুলোকে
দেখো,আমি তো বুড়ি হয়ে গেছি।
-----এই দেখ আমার মিষ্টি বউটা শুধু রেগে
যায়।
----আমি মিষ্টি না তেতো।
সেই রাতে আর খাবার জোটেনি আমার।
বড্ড অভিমানি মেয়েটা।খুব ভালবাসে
আমাকে।
আমার পাশে কোন মেয়েকে এক
সেকেন্ডের জন্য ভাবতে পারে না।
.
----এই উঠো?
----রূপার ডাকে কল্পনা থেকে ফিরে এলাম।
-নাও আদা চা খাও।
----উউ,,,এ্যাক,,, আমি খেতে পারব না আমার
বমি বমি
লাগে।
-----মেয়ে মানুষের মত ঢং কর না তো।
-----সত্যি আমার ভাল লাগেনা।
----খেতে বলেছি না তোমাকে।
----খাচ্ছি তো।
----হুম নাও।
----ইয়াক..?
----খবরদার বের করবেনা গিলে ফেল।
----আমি আর পারব না খেতে।
----খেতে হবে মাথা ব্যাথা কমবে।
----দরকার নেই কমানোর।
----কি বললে?
----কিছুনা খাচ্ছি।
----হুম তাড়াতাড়ি।
----এই শোন না?
----কি?
----মাথাটা একটু টিপে দাও।
দিব আগে চা শেষ কর।
----সত্যি তো।
----হুম।
----এই নাও সব খেয়ে ফেললাম।
----আস্তে পাগল একটা।
----হুম।দাও।
----শুয়ে পড়।
----হুম।
.
রূপা মাথা টিপে দিচ্ছে আমি তাকিয়ে
আছি
ওর দিকে।সত্যিই মাথাটা অনেক ভাল
লাগছে।বউটার হাতে ম্যাজিক আছে বলতে
হবে।
----এই তুমি তো মাথা টিপছো,খাইছো তুমি?
----তুমি ঘুমালেই খাবো?
----ওকে।
.
সকালে উঠেই দেখি রূপা আমার বুকে মাথা
দিয়ে
অঘোরে ঘুমাচ্ছে।কে জানি রাতে খাইছে
কি না।
কী সুন্দর লাগছে রূপকে দেখতে। আমি ওকে
মন ভরে দেখছি,বড্ড অভিমানী মেয়েটা।
আমার পাগলী বউ।এমন পাগলী জীবনে
থাকলে আর কিচ্ছু দরকার হয় না।হঠাৎ করে
রূপার ঘুম
ভেঙে গেলো।
----কী দেখছো অমন করে?( রূপা)
----আমার পাগলী বউটাকে দেখছি।(আমি)
----এইতো আসতেছি,বৃষ্টিতে আটকা পড়ে
গেছি।
----বৃষ্টিতে আটকা পড়বা কেন?যাওয়ার সময়
না ছাতা
নিয়ে গেলে,ছাতা কই?
----না মানে ছাতাটা?
----কী বলো ছাতাটা কই?
----আমার কলিগ নীলা কে ছাতাটা দিয়ে
দিছি।
----ওহ,,,নিজের কলিগের জন্য দরোদ উতলিয়ে
উঠল বুঝি।
----না মানে,,সে একটা মেয়ে বৃষ্টিতে
কীভাবে
যাবে তাই একটু হেল্প করলাম।
----সরকার বুঝি সব অফিসের কলিগদের
সাহায্য করার
জন্য তোমাকে নিয়োগ দিছে।
----না,,মা,,,মা,,,,মানে,
----না মানে কী?তুমি আসবা কিভাবে
আমাকে
বলো?
----না,না,মা,,মা,,মানে।
----আসো আজ তুমি বাসায় তোমারে
দেখতেছি।
.
>কথাটা বলতে বলতে রূপা ফোনটা কেটে
দিলো।
>রূপা যখন প্রচুর রেগে আমার সাথে কথা
বলে
তখন আমি অটোমেটিক তোতলাতে থাকি।
মেয়েটা আমাকে ভীষন ভালবাসে।
তাই এতো শাসন করে আমাকে।
ভালবাসার মানুষের শাসন গুলো অনেক
মিষ্টি হয়।
তবে আজ যেভাবে রেগে গেছে তাতে
মনে হচ্ছে মিষ্টি ভালবাসা সব নিম
পাতার মত
তেতো হয়ে যাবে।
>কী যে আছে আজ কপালে বুঝতেছি না।
>বৃষ্টিও থামবে না মনে হচ্ছে,বৃষ্টিও আমার
সাথে
আজ হারামি শুরু করে দিল।
>এখন প্রায় ৬ টা বাজে।মেঘ যেভাবে
ঝিনাইদহ
শহরটাকে গ্রাস করেছে,তাতে মনে হচ্ছে
এখন রাত ৯ টা বাজে।
>আর বৃষ্টির মধ্যে গাড়ীও পাওয়া যায় না
তেমন।কি
আর করা বৃষ্টিতে ভিজেই যেতে হবে।
.
রাত ৯ টা,,,,,,,,
বাসায় এসে একধাপ হয়ে গেছে।এখন মনে
হচ্ছে আবার হবে,,
.
----এই একদম খুক, খুক,করবা না। (রূপা)
----আমি কী ইচ্ছা করে করছি নাকি কাশি
আসলে
কী করব।(আমি)
----মুখ আটকিয়ে রাখবা।
----তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবো।
----যা ইচ্ছা হোক,বৃষ্টিতে ভেজার সময় মনে
ছিল
না এই কথা।
---- না মানে কোনদিন তো এভাবে সর্দি
জ্বর
আসেনি,আজ হঠাৎ কী করে আসল বুঝতেছি
না।
----আজ তো বেহায়ার মত ভিজেছো তাই।
----বেহায়ার মত মানে?
.
----কেনো তোমার কলিগকে ছাতা দিয়ে
নিজে
দেবদাসের মত ভিজতে ভিজতে
এসেছো,যাও
এখন তার কাছ থেকে আদর খেয়ে এসো
বাসায়
পড়ে আছো কেন হুম?
----আমার এতো সুন্দর কিউটি বউ থাকতে
অন্যদের
কাছে যেতে মন চাইবে নাকি।
----না যাও?
----যাবো?তাইলে যায়।
----এই একদম মেরে ফেলবো কিন্তু।
----এই শুনো না মাথা একটু টিপে দিবা?
----না পারব না,ঢং করতে আসছে।আমার
হাতে কাজ
আছে।
----রূপা শোন?মুখ ঘুরিয়ে চলে গেল।
পাগলী বউ আমার।সব কিছুতেই আমার
বাড়াবাড়ি।
এই বাড়াবাড়িগুলোই সহ্য করে
এই মেয়েটা।
বললাম কপালটা একটু টিপে দিতে তা নয়
উনি
হিংসেয় জ্বলছে কলিগকে কেন ছাতা
দিয়েছি।পাগলী একটা বোঝেনা ও ছাড়া
আমি আর কাউকে ভাবতে পারি না।
.
>এই তো সেদিন রূপা কে নিয়ে ঝিনাইদহ
মৌসুমী
শপিংমলে গেলাম কিছু কেনাকাটা করতে,
ভেতরে
গিয়ে দেখি পাশে একটা সুন্দরী মেয়ে পা
থেকে মাথা পর্যন্ত কারেন্ট বয়ছে,সবাই
হা
করে তাকিয়ে আছে কিন্তু আমি ভদ্র
ছেলের
মত আড় চোখে দেখছি,কারন পাশে বউ
আছে,দেখলেই বারোটা বাজবে।
পিছনে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে
তাকালাম।
দেখেই তো আমার চোখ আকাশে, বউ
অগ্নিমূর্তি ধারন করে আমার দিকে
তাকিয়ে আছে।
বাসায় গিয়েই শুরু হলো,,,,
----কি ব্যাপার ঐ মেয়েটার দিকে ঐ ভাবে
কী
দেখছিলে। (রূপা)
----কই কাউকে তো দেখিনি। (আমি)
-----আমি ছোট মানুষ না যে কিছু বুঝি না,কই
আমাকে
তো কোনদিন ঐ ভাবে দেখোনি।
----কি যে বলো না তুমি,সেই বয়স কী আর
আছে।
----ওহ, ,এরই মধ্যে আমি পুরান হয়ে গেছি।
----ধ্যাত কী বলি আর কী বুঝে।
----হুম বুঝিনা,?যাও ঐ রসে ভরা মেয়ে
গুলোকে
দেখো,আমি তো বুড়ি হয়ে গেছি।
-----এই দেখ আমার মিষ্টি বউটা শুধু রেগে
যায়।
----আমি মিষ্টি না তেতো।
সেই রাতে আর খাবার জোটেনি আমার।
বড্ড অভিমানি মেয়েটা।খুব ভালবাসে
আমাকে।
আমার পাশে কোন মেয়েকে এক
সেকেন্ডের জন্য ভাবতে পারে না।
.
----এই উঠো?
----রূপার ডাকে কল্পনা থেকে ফিরে এলাম।
-নাও আদা চা খাও।
----উউ,,,এ্যাক,,, আমি খেতে পারব না আমার
বমি বমি
লাগে।
-----মেয়ে মানুষের মত ঢং কর না তো।
-----সত্যি আমার ভাল লাগেনা।
----খেতে বলেছি না তোমাকে।
----খাচ্ছি তো।
----হুম নাও।
----ইয়াক..?
----খবরদার বের করবেনা গিলে ফেল।
----আমি আর পারব না খেতে।
----খেতে হবে মাথা ব্যাথা কমবে।
----দরকার নেই কমানোর।
----কি বললে?
----কিছুনা খাচ্ছি।
----হুম তাড়াতাড়ি।
----এই শোন না?
----কি?
----মাথাটা একটু টিপে দাও।
দিব আগে চা শেষ কর।
----সত্যি তো।
----হুম।
----এই নাও সব খেয়ে ফেললাম।
----আস্তে পাগল একটা।
----হুম।দাও।
----শুয়ে পড়।
----হুম।
.
রূপা মাথা টিপে দিচ্ছে আমি তাকিয়ে
আছি
ওর দিকে।সত্যিই মাথাটা অনেক ভাল
লাগছে।বউটার হাতে ম্যাজিক আছে বলতে
হবে।
----এই তুমি তো মাথা টিপছো,খাইছো তুমি?
----তুমি ঘুমালেই খাবো?
----ওকে।
.
সকালে উঠেই দেখি রূপা আমার বুকে মাথা
দিয়ে
অঘোরে ঘুমাচ্ছে।কে জানি রাতে খাইছে
কি না।
কী সুন্দর লাগছে রূপকে দেখতে। আমি ওকে
মন ভরে দেখছি,বড্ড অভিমানী মেয়েটা।
আমার পাগলী বউ।এমন পাগলী জীবনে
থাকলে আর কিচ্ছু দরকার হয় না।হঠাৎ করে
রূপার ঘুম
ভেঙে গেলো।
----কী দেখছো অমন করে?( রূপা)
----আমার পাগলী বউটাকে দেখছি।(আমি)
0 Comment to "ভালোবাসার গল্প "
একটি মন্তব্য পোস্ট করুন